মালদ্বীপের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বছর শেষ করতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার ও শনিবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের পর মালদ্বীপের বিপক্ষে প্রথম খেলতে নামছে লাল-সবুজ জার্সিধারীরা।
Advertisement
মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম ফর্টিস এফসির বিপক্ষে। মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির বিপক্ষে খেলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। সত্যি বলতে কি, এই দুই ম্যাচের জন্য খেলোয়াড়রা রোমাঞ্চিত। সবাই আত্মবিশ্বাসী। ম্যাচ দুটি জয়ের জন্য সবাই সেরাটা দিতে প্রস্তুত।’
জামাল ভূঁইয়া নেই এই সিরিজে। তাই মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। ম্যাচ দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কী করতে হবে, তা সবাই জানি। কোচ সবই বলে দিয়েছেন। এখন মাঠে আমাদের প্রমাণ করতে হবে। আমরা যে টেকনিক নিয়ে যে কাজ করেছি, সেটা মাঠে প্রয়োগ করতে হবে। দলের সবার ওপর আমার বিশ্বাস আছে। আমরা দুটি ম্যাচ খেলেছি ফর্টিসের বিপক্ষে। আসলে ফর্টিসের বিপক্ষে রেজাল্ট কী হয়েছে তা নয়, কোচ আমাদের সঙ্গে আলোচনা করেছে আমরা কেমন খেলেছি তা নিয়ে।’
কিছুদিন আগে নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। তার আগে সাফ চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-২০ দল। এখন দক্ষিণ এশিয়ার দলের বিপক্ষেই জাতীয় দলের দুই ম্যাচের সিরিজ। এ বিষয়ে অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেছেন, ‘আমি প্রথমে নারী ফুটবল দল ও অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানাই। আমাদেরও এই দুই ম্যাচে ভালো করতে হবে। আমাদের চোখ আগামী বছর অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাইয়ে। সেখানে ভালো করতে হবে। এই ম্যাচ দুটি এই বছরের শেষ। আমরা শেষটা ভালো করতে চাই। শেষ ভালো যার, সব ভালো তার।’
Advertisement
আরআই/এমএমআর/এএসএম