খেলাধুলা

সেরা সাঁতারু সামিউল রাফি ও যুথী আক্তার

জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে পুলে ঝড় তুলে সেরা হয়েছেন পুরুষ বিভাগে সামিউল ইসলাম রাফি ও নারী বিভাগে যুথী আক্তার।

Advertisement

মঙ্গলবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ হওয়া চ্যাম্পিয়নশিপে সামিউল ইসলাম রাফি তিনটি রেকর্ডসহ ৫টি ব্যক্তিগত স্বর্ণ এবং নারী বিভাগে যুথী আক্তার জোড়া রেকর্ডসহ চারটি স্বর্ণ জিতেছেন। যুথী রিলেতে পেয়েছেন তিনটি পদক।

মঙ্গলবার শেষ দিনে সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ও ১০০ মিটার মিডলে রিলেতে স্বর্ণ জিতেছেন। যুথী আক্তারও শেষ দিনে স্বর্ণ জিতেছেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ও ১০০ মিটার মিডলে রিলেতে।

এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে ডাইভিং ও ওয়াটারপোলে মিলে ৪২টি ইভেন্টের মধ্যে ৩২ স্বর্ণ, ২৬ রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ জিতে প্রথম হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

Advertisement

দ্বিতীয় হওয়া বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ১০ স্বর্ণ, ১৫ রৌপ্য ও ২৩ ব্রোঞ্জ পদক। বিকেএসপি ৭টি ব্রোঞ্জ ও বাংলাদেশ বিমানবাহিনী একটি ব্রোঞ্জ পেয়েছে।

শেষ দিনে হয়েছে দুটি জাতীয় রেকর্ড। সবমিলে এবার জাতীয় রেকর্ড হয়েছে ১০ টি। দুই সেরা সাঁতারু সামিউল ইসলাম রাফি ও যুথী আক্তার করেছেন শেষ দিনের জাতীয় রেকর্ড দুটি।

যুথী আক্তার নারী বিভাগে সেরা সাঁতারু হলেও ব্যক্তিগতভাবে এবার সবচেয়ে বেশি ৮ টি স্বর্ণসহ জিতেছেন সোনিয়া আক্তার টুম্পা। তিনি রিলেতে তিনটি সহ মোট ১১ স্বর্ণ জিতেছেন এবারের আসরে। ছেলে মেয়ে মিলে এবার সবচেয়ে বেশি স্বর্ণ তার।

২০১১ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে ১১ স্বর্ণ পেয়েছিলেন টুম্পা। ১৩ বছর পর আবার তার ঝুলিতে ১১ স্বর্ণ। ১২ ইভেন্টে অংশ নিয়ে শুধু ৫০ মিটার ফিস্টাইলে স্বর্ণ জিততে পারেননি ঝিনাইদহের এই সাঁতারু। এই ইভেন্টে তিনি হেরে গেছেন নারী বিভাগে সেরা সাঁতারুর পুরস্কার পাওয়া মাদারীপুরের যুথী আক্তারের কাছে।

Advertisement

আরআই/এমএমআর/এমএস