জাতীয়

যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপ, যুবলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ইন্ধনদাতা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (১১ নভম্বের) দিবাগত রাতে নগরীর লাভলেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি মঙ্গলবার (১২ নভেম্বর) নিশ্চিত করেন সিএমপির উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন।

তিনি বলেন, হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ইন্ধনদাতা সুমন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি সুমন।

এদিকে গত ৫ নভেম্বর ইসকনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মো. ওসমান নামে হাজারী গলির এক দোকানদার ফেসবুকে পোস্ট দেয়। ওই পোস্টকে কেন্দ্র করে ওইদিন হাজারী গলিতে ৫০০-৬০০ জন ইসকন সমর্থক ও দুষ্কৃতকারী দোকানি ওসমানের ওপর আক্রমণ করে। তার দোকানে হামলা ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থলে যায়। এসময় যৌথবাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। এসময় দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইটপাটকেল ও অ্যাসিড নিক্ষেপ করে। পরে এ ঘটনায় হামলার শিকার পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করে। তদন্ত সংস্থাগুলো জানতে পারে, ওই হামলার মাস্টারমাইন্ডদের অন্যতম ছিলেন সুমন চৌধুরী।

Advertisement

এমডিআইএইচ/এমএএইচ/এমএস