জাতীয়

সাদপন্থিদের সুযোগ দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি

কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমার মাঠ সব সময় সাদপন্থি মুক্ত রাখার দাবি জানিয়েছে জাতীয় ওলামা-মাশায়েখ বাংলাদেশ। মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ওলামা-মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ দাবি জাননো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা মো. ফজলুল করীম কাসেমী।

Advertisement

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাদপন্থিদের কথায় মূলধারা বলতে পৃথিবীতে কোনো ধারা নেই। তাবলিগের এই মেহনতের কাজ মাওলানা ইলিয়াস (রাহমাতুল্লাহি আলাইহি) শুরু করেছেন। এখনো হাক্কানি ওলামায়ে কেরামরা এই মকবুল কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তারাই তাবলিগের মূলধারা, এর বাইরে কোনো ধারা নেই। দাওয়াত ও তাবলিগের মেহনতে কোনো বৈষম্যের স্থান নেই।

ফজলুল করীম লিখিত বক্তব্যে আরও বলেন, দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাইল মসজিদ মাদরাসা কমপ্লেক্স ও টঙ্গীর ইজতেমা ময়দান শতকরা ৯০ শতাংশ ওলামাপন্থি তাবলিগের সাথী তথা উলামায়ে কেরামদের পরামর্শে শুরাই নেজামে চলনেওয়ালাদের জিম্মায় ছেড়ে দিতে হবে। গত ৫ নভেম্বরের মহাসমাবেশের ঘোষণাপত্রের দাবিও এমনটি ছিল। অন্যথায় ২৪ ঘণ্টার নোটিশে ঢাকা অচল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন আগে গুটিকয়েক সন্ত্রাসী সাদপন্থিদের সংবাদ সম্মেলন মিথ্যাচারে ভরা পাগলের প্রলাপ মনে হয়েছে। সমাধানের পথ একটি খোলা আছে তওবা করুন আপনাদের আমিরকে তওবা করান, দ্বীনের সহিহ পথে ফিরে আসুন সংঘাত নয় শান্তির পথেচলতে শিখুন।

Advertisement

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা সানাউল্লাহ প্রমুখ।

আরএএস/এমআইএইচএস/এএসএম