বিনোদন

টাকা নিয়ে কমলার প্রচারণা করেছেন হলিউড তারকা অপরা!

জনপ্রিয় হলিউড তারকা অপরা উইনফ্রে একজন উপস্থাপক, অভিনেত্রী, প্রযোজক এবং ব্যবসায়ী হিসেবে সুপরিচিত। রাজনীতি সরাসরি না করলেও একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে সমাদৃত তিনি। গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সরব ছিলেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে।

Advertisement

নির্বাচনে কমলার করুণ পরাজয় হয়েছে। এরপর থেকেই অপরাকে নিয়ে ছড়িয়েছে নানা গুঞ্জন। বলা হচ্ছে তিনি ডেমোক্রেটিকদের কাছ থেকে পয়সা নিয়ে কমলার প্রচারণায় অংশ নিয়েছেন।

তবে অপরা উইনফ্রে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা থেকে ১ মিলিয়ন ডলার গ্রহণের গুঞ্জনটি অস্বীকার করেছেন। অপরার প্রোডাকশন কোম্পানি হারপো প্রোডাকশন্স একটি বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে।

এই গুজবটি ছড়িয়েছিল যখন কিছু সংবাদ মাধ্যম রিপোর্ট করে যে অপরা ১ মিলিয়ন ডলার পেয়েছেন কমলার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের জন্য। তবে হারপো প্রোডাকশন্স পরিষ্কার করে জানায়, ‘অপরা উইনফ্রে কখনো প্রচারণা চলাকালীন কোনো ব্যক্তিগত ফি পাননি এবং হারপো থেকেও কোনো ফি গ্রহণ করেননি।’

Advertisement

এই গুঞ্জনের শুরু হয়েছিল প্রেসিডেন্ট নির্বাচনের তিন দিন পর ৮ নভেম্বর 'দ্য ওয়াশিংটন এক্সামিনার' নামের একটি স্থানীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশের পর থেকে। যেখানে হ্যারিসের প্রচারণার আর্থিক হিসাব নিয়ে অনুসন্ধান করা হয়েছিল। তার প্রতিবেদনে একটি ১ মিলিয়ন ডলারের পেমেন্টের উল্লেখ করা হয়েছিল হারপো প্রোডাকশন্স পেয়েছে। যেটি 'ইউনাইট ফর অ্যামেরিকা' শীর্ষক কমলা হ্যারিসের প্রচারণায় যুক্ত ইভেন্টের জন্য দেয়া হয়েছিল। সেটা দেখেই অনেকে মনে করছেন অপরা নিজেই এই অর্থ পেয়েছেন।

তবে হারপো প্রতিক্রিয়ায় জানিয়েছে, মিশিগানে প্রচারণায় ইভেন্ট কভারে তারা যুক্ত থাকলেও এর সঙ্গে অপরার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। সেইসঙ্গে তারা ওই ইভেন্ট পরিচালনার জন্য ১ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেয়ার বিষয়টিও নিশ্চিত করেনি।

এক্সামিনারের প্রতিবেদনটির পর, কিছু সংবাদ মাধ্যম ভুলভাবে দাবি করে যে অপরা ব্যক্তিগতভাবে ১ মিলিয়ন ডলার পেয়েছেন। এই গুজবটি আরও ছড়িয়ে পড়ে যখন একটি ভিডিও টাইমস ম্যাগাজিনে প্রকাশিত হয়। সেখানে অপরাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কি হ্যারিসের সমর্থন দেওয়ার জন্য টাকা পেয়েছেন কি না। অপরা তাৎক্ষণিকভাবে এই দাবি অস্বীকার করে বলেছিলেন, ‘এটা সত্য নয়। আমি এক পয়সাও পাইনি। কখনও নয়।’

'ইউনাইট ফর অ্যামেরিকা' ইভেন্টে অপরা উইনফ্রে কামলা হ্যারিসের সঙ্গে বিভিন্ন বিষয়ে যেমন গর্ভপাত অধিকার এবং অভিবাসন নিয়ে আলোচনা করেছিলেন। ওই ভার্চুয়াল টাউন হল ইভেন্টে সেলিব্রিটিদের উপস্থিতিও ছিল, যেমন মেরিল স্ট্রিপ, ক্রিস রক, বেন স্টিলার, ট্রেসি এলিস রস, এবং জুলিয়া রবার্টস।

Advertisement

এলএ/এএসএম