বনানী থানায় শিশু মেহেদী হত্যাচেষ্টা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
Advertisement
মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সোহাগকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার (১১ নভেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বনানী থানার মহাখালী রেলগেটের পাশ দিয়ে যাওয়ার সময় গুলিতে আহত হন শিশু মিজান (১২)। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের নামে বনানী থানায় একটা হত্যাচেষ্টা দায়ের করেন তার বাবা লিটন মিয়া।
Advertisement
জেএ/এসআইটি/এমএস