ক্যাম্পাস

ডা. রাজুর পুনর্বাসন চেষ্টার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

যৌন হয়রানির অভিযোগে বহিষ্কৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান ডা. রাজু আহমেদকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে দাবি করে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

Advertisement

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করে প্রতিবাদ জানান তারা। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা প্যারিস রোড থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন ঘুরে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সরোয়ার হোসেন বলেন, যৌন নিপীড়নের দায়ে ৫৩১তম সিন্ডিকেট সভায় বহিষ্কৃত ড. রাজুকে ক্যাম্পাসে পুনর্বাসনের অভিযোগ উঠেছে। নতুন প্রশাসন তার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট বরাদ্দ দেওয়ায় তিনি আবার ক্যাম্পাসে প্রবেশাধিকার পেয়েছেন। একই সঙ্গে হাইকোর্টে রিট করে পুনর্বহালের চেষ্টা চালাচ্ছেন। চিহ্নিত ফ্যাসিস্ট ও যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. রাজুকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ায় শিক্ষার্থীরা সন্দিহান।

Advertisement

একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লাকী এনাম বলেন, ডা. রাজু আহমেদ আমাদের বিভাগের এক শিক্ষকের মেয়েকে যৌন হয়রানি করেছেন। পরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চিকিৎসা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু আমরা জেনেছি, কিছু কুচক্রী মহল তাকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছি।

এর আগে ৩০ অক্টোবর রাতে নগরীর তালাইমারীর আমেনা ক্লিনিকে দাঁতের চিকিৎসাকালে ডা. রাজুর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়েকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ঘটনাস্থলেই ভুক্তভোগীর মা ও স্থানীয়রা তাকে মারধর করেন। সেদিনই নগরীর বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা। পরে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ডা. রাজুকে বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।

মনির হোসেন মাহিন/জেডএইচ/এমএস

Advertisement