এবার একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী ১০টি কলেজে একসঙ্গে পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবেন। গতবছর পাঁচটি কলেজে পছন্দক্রম দেয়ার সুযোগ ছিল। তবে ভর্তি প্রক্রিয়া আগের মতো অনলাইনে হবে। সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়। সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের সভার সিদ্ধান্তের কথা জানান। সভায় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও কয়েকটি কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, ২৬ মে থেকে আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ ৯ জুন। ভর্তির আবেদন অনলাইনের পাশাপাশি নির্ধারিত পদ্ধতিতে মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমেও করা যাবে। ১৬ জুন ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। আবেদনকারী শিক্ষার্থীর ১০টি কলেজের মেধাক্রম প্রকাশ করা হবে। ১৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। তবে বিলম্ব ফি দিয়ে ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে। এবার প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে আসা শিক্ষার্থীদের জন্য দশমিক পাঁচ শতাংশ কোটা থাকবে। এইচএস/এআরএস/এবিএস
Advertisement