বিনোদন

শাজাহান খানদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে ইলিয়াস কাঞ্চনকে

নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে আজও জনগণের নায়ক হয়ে আছেন ইলিয়াস কাঞ্চন। এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা দীর্ঘদিন ধরে চালাচ্ছেন স্বেচ্ছাসেবী সংস্থা ‘নিরাপদ সড়ক চাই’। এই আন্দোলন নিয়ে আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিজের অভিজ্ঞতার ভাগ দিলেন অভিনেতা। জানালেন, সাবেক সংসদ সদস্য ও দুই মেয়াদের নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে তাকে।

Advertisement

আজ এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন জানান, দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক আন্দোলন চালিয়ে যেতে নানান সমস্যার মুখে পড়তে হয়েছে তাকে। এক সময়ের শ্রমিকনেতা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের রোষানলেও পড়েছেন তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে গিয়ে আমাকে শাজাহান খান গংদের মতো মাফিয়াচক্রের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। শুধু তাই নয়, আমার ছবি টাঙিয়ে তারা জুতা নিক্ষেপ করেছেন। আমার ছবিতে ঝাড়ু দিয়ে পিটিয়েছেন।’

ইলিয়াস কাঞ্চনের দাবি, দীর্ঘদিন ধরে চালিয়ে নেওয়া তার আন্দোলনের ধারাবাহিকতায় আজ সরকারিভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হচ্ছে। কিন্তু একটি মহল বিষয়টি অস্বীকার করছে। তিনি বলেন, ‘২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন, তারও আগে থেকে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু এখন বলা হচ্ছে, তাদের দাবির ভিত্তিতেই নাকি জন-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এর আগে নাকি নিরাপদ সড়কের জন্য মানুষের কোনো আকাঙ্ক্ষা ছিল না।’

আরও পড়ুন:

Advertisement

সরকার ব্যর্থ হলে ইলিয়াস কাঞ্চনের কী বিপদ শাবানা থেকে পপি : চার দশকের নায়ক ইলিয়াস কাঞ্চনকে অভিনন্দন

সম্প্রতি ফেসবুক লাইভে বর্তমান সরকার ও রাজনৈতিক সমস্যা নিয়ে অনুরাগীদের সঙ্গে নিজের মতামত শেয়ার করছেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘সরকারকে নিয়ে যেসব কথাবার্তা শুরু হয়েছে, সেটা ভয়াবহ। আমরা যারা অনেক রিস্ক নিয়ে, অনেক ত্যাগ করে এই আন্দোলনে শরিক হয়েছিলাম, এই সরকার যদি ব্যর্থ হয়, এই আন্দোলন যদি ব্যর্থ হয়, তারা যদি আবার ফেরত আসে, তাহলে আমাদের অবস্থা কী হবে? আমাদের কী পরিণতি হবে, এটা কিন্তু আমরা কেউ ভেবে দেখছি না। এগুলো সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি এই কথাগুলো লাইভে এসে বলছি।’

এমএমএফ/আরএমডি/এমএস