দেশজুড়ে

নাটোরে পিকআপের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত

নাটোরের বড়াইগ্রামে পেছন থেকে আসা একটি পিকআপের ধাক্কায় যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রী মো. শফিকুল ইসলাম এবং উৎসব দত্ত।

বড়াইগ্রাম থানার ওসি মো. ইসমাঈল হোসেন বলেন, রাত ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় মাছবাহী একটি পিকআপ ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে থাকা দুজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

Advertisement

তবে দুর্ঘটনার পরই পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।

রেজাউল করিম রেজা/এমএইচআর