দেশজুড়ে

মৌলভীবাজারে ৩ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর মৌলভীবাজারে বিদ্যুৎ সরবরাহ চালু করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু হয়।

Advertisement

এরআগে বিকেল ৩টা থেকে একযোগে সারাদেশের মতো মৌলভীবাজারের সবকটি উপজেলায় কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে ব্ল্যাকআউটে নামে পল্লী বিদ্যুৎ সমিতি। দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিরি জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে শুধু মৌলভীবাজার না, সারাদেশেই এখন চালু হয়েছে।

ওমর ফারুক নাঈম/এসআর/জিকেএস

Advertisement