দেশজুড়ে

বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরতি (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি গ্ৰামের সুরীর হাওলাদারের স্ত্রী।

Advertisement

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে এ তথ্য জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরতি মারা যান। একই সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯৫ জন।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন হাজার ৩৯৬ জন রোগী ভর্তি হন। এরমধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৬৫৭ জন।

Advertisement

এছাড়া এ সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩১১ জন।

শাওন খান/আরএইচ/এমএস