খেলাধুলা

কোনো আক্ষেপ নেই রিয়াদের

তার টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো নিয়ে অনেক কথাই শোনা যায়। অনেকেরই মত মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট ক্যারিয়ারটা আরও দীর্ঘ হতে পারতো। তার দীর্ঘ অভিজ্ঞতা আর পরিপাটি ব্যাটিং শৈলিটা টেস্টের জন্যই অনেক বেশি কার্যকর; কিন্তু সেভাবে মূল্যায়িত না হয়ে ৪ বছর আগে অনেকটা মনের দুঃখেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

Advertisement

তবে টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে তার কোন আক্ষেপ, অনুশোচনা থাকার কথা নয়। কারণ ২০ ওভারের ফরম্যাটে লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশিদিন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন। টাইগারদের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক ১৩৯টি ম্যাচ খেলার কৃতিত্বটাও রিয়াদের।

এই ফরম্যাটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে রিয়াদ রান তোলায় (১৩৯ ম্যাচে ২৩৯৫) সাকিবের (১২৯ খেলায় ২৫৫১) পিছনে থেকে ২ নম্বরে। তাই তার কোন আক্ষেপ নেই।

বিদায়ের ঘোষণার দিনে রিয়াদের মুখে সন্তুষ্টচিত্তের সংলাপ, ‘নাহ! আলহামদুলিল্লাহ, আমার কোনো আক্ষেপ নাই। আমার এক ফোঁটাও আক্ষেপ নাই কারণ বাংলাদেশ দলের হয়ে দীর্ঘদিন খেলা খুবই ভালো ব্যাপার। ব্যক্তিগতভাবে আমার জন্য।’

Advertisement

নিজের ক্যারিয়ার সম্পর্কে রিয়াদের মূল্যায়ন, ‘আমি যতটুকু খেলেছি টি-টোয়েন্টি ফরম্যাটে, সম্ভবত ২০০৭ সালে আমার অভিষেক হয়েছে, আর এখন ২০২৪ সাল, ১৭ বছর। আমি জানি না কতটুকু ভালো করতে পেরেছি বা আমি কতটুকু করেছি দলের জন্য। কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি দলকে সেবা দিতে।’

তার মনে হয় তিনি সঠিক সময়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। নিজের জন্যতো বটেই, বাংলাদেশ দলের জন্যও রিয়াদ যথাসময়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন। তাই মুখে একথা, ‘মনে করি, এটাই সরে যাওয়ার সঠিক সময়। এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা ভাবলে, দলের জন্যও এটাই সঠিক সময়।’

এআরবি/আইএইচএস

Advertisement