খেলাধুলা

লিটনও টিকলেন না বেশিক্ষণ, বাংলাদেশ ১৪৮/৫

মুুমিনুল হকের ফিফটি আর লিটন দাসের দেখেশুনে ব্যাটিং দেখে আশা করা হচ্ছিলো ভালো একটি জুটি পাবে বাংলাদেশ। কিন্তু সেটি হয়নি। শুরুতে দারুণ কিছু শট নিলেও বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না লিটন। ৩ চারে মোট ১৩ রান (৩০ বলে) করে মোহাম্মদ সিরাজের বলে মিডঅফে রোহিত শর্মার হাতে ক্যাচ হয়ে গেলেন তিনি।

Advertisement

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫১ ওভারের খেলা শেষে ৫ উইকেটে ১৪৯ রান। মুমিনুল হক ৬৩ রান আর সাকিব আল হাসান খেলছেন ০ রানে।

আজ সোমবার ৩ উইকেটে ১০৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। রৌদ্রোজ্জ্বল গ্রিন পার্কে দিনের শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা।

ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রান যোগ করেই আউট হয়ে যান মুশফিকুর রহিম। প্রথম দিনের খেলা শেষে ৬ রানে অপরাজিত থাকা ডানহাতি এই ব্যাটার ফিরেছেন ১১ রান করেই। জাসপ্রিত বুমরাহর বল ব্যাট উঁচিয়ে ছেড়ে দিয়ে বোল্ড হন মুশফিক।

Advertisement

এর আগে বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়াতে পারেনি। তবে প্রথম দিনে দুইবার বৃষ্টির বাধার মুখে ৩৫ ওভার খেলা হয়েছিল। এতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৭ রান। দিনের খেলা শেষে উইকেটে ছিলেন মুমিনুল ও মুশফিক।

এমএইচ/জিকেএস