সাতক্ষীরার শ্যামনগরে একটি বসতবাড়িতে থেকে ৪৫টি কালকেউটে সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। রোববার (২২সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খ্যাগড়াঘাট এলাকার মহিউদ্দীনের ঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
Advertisement
স্থানীয় বাসিন্দা জান্নাতুল নাঈম জানান, মহিউদ্দীন চাচার বাড়ির সামনে প্রাচীরটি বেশ পুরাতন হওয়ায় সেটি ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সকালে প্রাচীর ভাঙার কাজ শুরু করে শ্রমিকরা। এসময় প্রথমে একটি সাপের বাচ্চা দেখতে পান তারা।
পরে সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পেয়ে সাপুড়ে ডেকে আনা হয়। সাপুড়ে আসার পর সেখান থেকে একে একে ৪৫ টি সাপ উদ্ধার করা হয়। সাপুড়ে এগুলো কালকেউটে বলে জানিয়েছেন।
ইশ্বরিপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএম শোকর আলী জানান, বিষয়টি জানাজানি হলে বিভিন্ন এলাকার মানুষ সাপ দেখতে ভিড় করছে। সাপগুলো মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেছি।
Advertisement
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস