ধর্ম

মাসিক অবস্থায় শোকরের সিজদা আদায় করা যাবে কি?

আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একটি সুন্নত হলো আনন্দের ঘটনায় কৃতজ্ঞতা বা শুকরিয়ার সিজদা আদায় করা। আবু বাকরা (রা.) বলেছেন,

Advertisement

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَاءَهُ أَمْرٌ سُرُورًا أَوْ يُسَرُّ بِهِ خَرَّ سَاجِدًا شَاكِرًا لِلَّهِ تَعَالَىকোন আনন্দের ঘটনা ঘটলে বা কোন আনন্দের সংবাদ পেলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশে সিজদায় লুটিয়ে পড়তেন। (সুনানে আবু দাউদ)

বর্ণিত আছে, সাহাবি কাব বিন মালেক (রা.) তার তওবা কবুল হওয়ার সংবাদ শুনে সিজদায় লুটিয়ে পড়েছিলেন। (সহিহ বুখারি: ৪৪১৮)

শোকরের সিজদা নফল নামাজের মতো এবং এ সিজদার জন্য নামাজের সব শর্ত প্রযোজ্য হয়। শোকরের সিজদার জন্য নামাজের মতোই সতর ঢাকা, কিবলামুখী হওয়া, শরীর-পোশাক পবিত্র হওয়া ও অজু-গোসল থাকা জরুরি।

Advertisement

মাসিক অবস্থায় যেহেতু শরীর অপবিত্র থাকে, নামাজ পড়া নিষিদ্ধ, তাই মাসিক অবস্থায় শোকরের সিজদা আদায় করাও নিষিদ্ধ।

ওএফএফ/এএসএম