জনশক্তি রফতানিতে প্রতারণার কারণে বাংলাদেশের ৪টি জনশক্তি প্রেরণকারী রিক্রুটিং লাইসেন্স এবং সিঙ্গাপুরের ৫টি এমপ্লয়মেন্ট এজেন্সির বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কর্মী প্রেরণের সব কার্যক্রম স্থগিত করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।জানা গেছে, রাজধানীর আশুলিয়ার জিরাবো বাজারের দুর্গাপুর পূর্বাচল ইউনিয়ন, নিশিন্তপুর, ঘোষবাগ, কাঠগড়া বাজারসহ উপশহরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান মোটা অঙ্কের টাকার বিনিময়ে সিঙ্গাপুরে কর্মী পাঠানোর নামে প্রতারণা করে আসছিল। কার্যক্রম স্থগিত হওয়া এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে গাজীপুর এয়ার ইন্টারন্যাশনাল রিক্রুটিং, ওয়েলটেক এমপ্লয়মেন্ট সার্ভিস রিক্রুটিং লাইসেন্স (নম্বর-১২৫৪), আল জান্নাত ওভারসিজ প্রাইভেট লিমিটেড রিক্রুটিং (লাইসেন্স নম্বর-৯২৬) এবং আর এক্স কেয়ার ইন্টারন্যাশনাল রিক্রুটিং (লাইসেন্স নম্বর-১২৪০)। অন্যদিকে সিঙ্গাপুরের রিক্রুটিং এজেন্সিগুলো হচ্ছে এফআরআর কনসালটেন্ট, ডব্লিউসিএ লিংকস, হান্ড্রেড মাইলস হিউম্যান রিসোর্সেস এমপ্লয়মেন্ট এবং ইউ কানেক্ট ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট (লাইসেন্স নম্বর-১৫সি৭৫৯৬), জিএলইউ গ্লোবাল ক্যারিয়ার প্রাইভেট লিমিটেড এমপ্লয়মেন্ট। এর আগে অভিবাসন ব্যয় সহনীয় রাখার লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিঙ্গাপুরে কর্মী প্রেরণের জন্য নির্দিষ্ট নীতিমালার আওতায় ১৪টি রিক্রুটিং এজেন্সিকে সিঙ্গাপুরে কর্মী প্রেরণের জন্য সেন্ডিং অর্গানাইজেশন তালিকাভুক্ত করে।জেএইচ/পিআর
Advertisement