একুশে বইমেলা

মাসুম আওয়ালের ‘আমার বর্ণমালা’ সিরিজ

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মাসুম আওয়ালের ছড়ায় ছড়ায় আমার বর্ণমালা সিরিজ। চারটি বইয়ের এ সিরিজের বইগুলোর নাম ‘আমার বর্ণমালা’, ‘বর্ণমালার পাখি’, ‘বর্ণমালার ফুল’ ও ‘বর্ণমালার ফল’।

Advertisement

প্রথমদিন থেকেই লিটল ম্যাগ চত্বরে দোলনের ৪০ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে বইগুলো। চার রঙের দারুণ ছড়া ও ছবিতে সাজানো সিরিজটি এরই মধ্যে শিশুদের মন জয় করেছে।

প্রকাশক কামাল মুস্তাফা বলেন, ‘মেলার প্রথম পাঁচ দিনে খুব ভালো সাড়া মিলেছে অভিনব এ বর্ণমালা সিরিজের। অনলাইনেও সংগ্রহ করছেন অনেকে।’

আরও পড়ুন: বইমেলায় নাজমুল হুদার ‘অনূর্ধ্ব উনিশ’

Advertisement

শিশুসাহিত্যিক মাসুম আওয়াল বলেন, ‘বর্ণমালা দিয়েই সবার পড়ার হাতেখড়ি হয়। আমার চাওয়া বর্ণের নির্ভুল উচ্চারণ শিখুক আমাদের শিশুরা। প্রতিটি বইয়ের ছড়া পড়তে পড়তে সঠিক উচ্চারণে বর্ণমালা শিখবে শিশুরা।’

লেখক বলেন, ‘বর্ণমালা শিখতে শিখতে প্রিয় বাংলাদেশ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, প্রকৃতি, জাতীয় ফুল, ফল, পশু, পাখি সম্পর্কে জানবে। আবৃত্তির জন্যও দারুণ। বর্ণমালা সিরিজটি বইমেলায় ২৫% ছাড়ে ৪৫০ টাকায় পাওয়া যাচ্ছে।’

এসইউ/এমএস

Advertisement