ধর্ম

ইদ্দতের মধ্যে কাবিন করা কি জায়েজ?

স্বামীর মৃত্যুর পর অন্তঃসত্ত্বা নয় এমন নারীদের চার মাস দশ দিন এবং অন্তঃসত্ত্বা নারীদের সন্তানের জন্ম পর্যন্ত ইদ্দত পালন করা ওয়াজিব। তালাকের মাধ্যমে বিয়েবিচ্ছেদ হলে ঋতুবতী স্ত্রীর জন্য তিন মাসিক ও ঋতুহীন স্ত্রীর জন্য তিন মাস ইদ্দত পালন করা ওয়াজিব।

Advertisement

ইদ্দতের মধ্যে নারীদের সুস্পষ্ট ভাষায় বিয়ের প্রস্তাব দেওয়াও নাজায়েজ। তাই কাবিননামা তৈরি করে ফেলা নিঃসন্দেহে অন্যায় ও গুনাহের কাজ। কোরআনে ইদ্দত পূর্ণ হওয়ার আগে বিয়ের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে নিষেধ করে আল্লাহ বলেন,

وَ لَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّكَاحِ حَتّٰی یَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ

ইদ্দত পূর্ণ হওয়ার আগে বিবাহ বন্ধনের সংকল্প করো না। (সুরা বাকারা: ২৩৫)

Advertisement

কনের ইদ্দতের মধ্যে কোনো বিয়ে হলে সেটা নাজায়েজ হবে এবং ওই বিয়ে শুদ্ধ হবে না। তবে ইদ্দতের মধ্যে ইশারায় নিজের আগ্রহের কথা জানানো যায়। একই আয়াতে আল্লাহ তাআলা বলেন,

وَ لَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡمَا عَرَّضۡتُمۡ بِهٖ مِنۡ خِطۡبَۃِ النِّسَآءِ اَوۡ اَکۡنَنۡتُمۡ فِیۡۤ اَنۡفُسِکُمۡ عَلِمَ اللّٰهُ اَنَّکُمۡ سَتَذۡکُرُوۡنَهُنَّ وَ لٰکِنۡ لَّا تُوَاعِدُوۡهُنَّ سِرًّا اِلَّاۤ اَنۡ تَقُوۡلُوۡا قَوۡلًا مَّعۡرُوۡفًا

এতে তোমাদের কোন পাপ নেই যে, তোমরা নারীদেরকে ইশারায় যে প্রস্তাব করবে কিংবা মনে গোপন করে রাখবে। আল্লাহ জেনেছেন যে, তোমরা অবশ্যই তাদেরকে স্মরণ করবে। কিন্তু বিধি মোতাবেক কথা বলা ছাড়া গোপনে তাদেরকে কোনো প্রতিশ্রুতি দিয়ো না। (সুরা বাকারা: ২৩৫)

ওএফএফ/এএসএম

Advertisement