ইসলামে কোনো মৃতের জন্য একবার জানাজা পড়াই শরিয়তের হুকুম। একাধিকবার জানাজা আদায় করা শরিয়তসম্মত নয়। তবে যদি প্রথম জানাজা মৃতের অভিভাবকদের অনুপস্থিতিতে তাদের অনুমতি ছাড়া আদায় করা হয়, তাহলে তারা দ্বিতীয়বার জানাজা পড়তে পারে।
Advertisement
প্রথম জানাজার নামাজ অভিভাবকদের অনুমতিক্রমে তাদের অনুপস্থিতিতে আদায় করা হলেও পরে অভিভাবকদের জন্য আবার জানাজার নামাজ পড়ার বিধান নেই।
নাফে (রহ.) থেকে বর্ণিত রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) যদি কোনো জানাজায় গিয়ে দেখতেন নামাজ হয়ে গেছে, তাহলে মৃতের জন্য দোয়া করে চলে আসতেন। আবার জানাজা পড়তেন না। (মুসান্নাফ আবদুর রাযযাক: ৩/৫১৯)
প্রখ্যাত তাবেঈ হাসান বসরির (রহ.) সম্পর্কেও বর্ণিত রয়েছে যে জানাজায় গিয়ে জানাজা শেষ হয়ে গেছে দেখলে মৃতের জন্য ইস্তেগফার পড়ে চলে আসতেন।
Advertisement
তাই মৃতের জন্য তার সন্তান ও আত্মীয়দের উপস্থিতিতে একবারই জানাজা পড়া উচিত। কেউ জানাজায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে সে শুধু দোয়া ও ইস্তেগফার করবে।
ওএফএফ/জিকেএস