ধর্ম

পানাহার সম্পর্কিত দোয়া

যে ব্যক্তি মানুষকে কোনো কিছু খাওয়ায় বা পান করায় তার জন্য দোয়া করা আমাদের করণীয়। পানাহারের সময় এ বিষয়গুলো লক্ষ রাখা উচিত। যেমন- যে কোনো হালাল পানীয় পান করার সময় বসে বসে পান করা। ডান হাতে পান করা। পানীয় পান করার সময় অল্প অল্প করে ন্যূনতম তিন ঢোকে পান করা। পান করার শুরু এবং শেষে আল্লাহ স্মরণ ও প্রশংসায় বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলা। তবে জম জমের পানি পান করার সময় দাঁড়িয়ে পান করা।সুতরাং খাওয়া বা পান করার শুরু ও শেষে আমরা আল্লাহর স্মরণ ও শুকরিয়া আদায় করবো। আর যে ব্যক্তি আহার বা পান করালো তার জন্য দোয়া করবো। দোয়াটি তুলে ধরা হলো-উচ্চারণ : আল্লাহুম্মা আত্বইম মান আত্বআমানি ওয়াসক্বি মান সাক্বানি। (মুসলিম)অর্থ : হে আল্লাহ! আমাকে যে খাওয়ালো তুমি তাঁকে খানা প্রদান কর এবং যে আমাকে পান করালো তুমি তাকে পান করাও।বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জনৈক সাহাবার বাড়িতে পান করার পর এ দোয়া করেছিলেন। যা মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ আমলগুলো করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/পিআর

Advertisement