সাহিত্য

শাহানাজ শিউলীর কবিতা: অবলম্বন

বিদায়ী নিঃশ্বাসের কাছে নিজেকে বন্ধক রেখে খুঁজে চলেছি শিকড়ের গভীরতাজীবনের অবেলায় পাঁজর ভেঙে উতলা মন চায় একটু অবলম্বন, একটু নির্ভরতা।মিলনের আলিঙ্গনে নয় আঁধারের চিতায় পুড়তে।আমার পোড়াভালে উর্ণনাভ চাঁদ নেই, আছে বেদনার মৌচাকযার বিষাক্ত হুলে বিন্দু বিন্দু ক্ষত হই জ্বলন্ত সিগারেটের মতো।দুঃস্বপ্নের বিশ্বাসঘাতকতায় যে প্রেম পিষ্ঠ হয়েছে, সেখানে আবার অঙ্কুরোদগম?কার স্পর্শে জীবনের ধূসর ধুলি মুছে মেলে ধরবে ফুলের পাঁপড়ি?রং বদলের খেলায় আমি পরাজিত সৈনিকতাই পড়ন্ত বেলায় আর ঠাঁই নিতে চাই না চূড়ান্ত আখরে তোমার বুকের কার্নিশে।সেখানে কী আর রচিত হবে প্রেমের মহাকাব্য?তাই আঁধারের মাঝে নিজেকেই খুঁজে পাই শেষ আশ্রয়স্থলের।নিজের মাঝেই খুঁজি বেঁচে থাকার অবলম্বন।

Advertisement

এসইউ/জিকেএস