সাহিত্য

আব্দুল্লাহ নাজিম আল-মামুনের অণুকবিতা

আব্দুল্লাহ নাজিম আল-মামুনের অণুকবিতা

আকাশ বাণী

Advertisement

মাঝরাতে প্রথম আসমানে চলে এসে কেউ বলে—আমার চরণতলে মাথা ছোঁয়ালেতুমি দুঃখ যাবে ভুলে।

****

আপন মানুষ

Advertisement

তোমার করুণ মুখের দিকে চেয়েযার চোখে জল গড়ালো,মন খারাপে হৃদয় ব্যথিত হলোশোনো, তাকে আগলে রেখো।

****

ক্ষমতা

মনে দুঃখ নেই জমাযা আছে সবই ক্ষমা।কেউ বলে এটা দুর্বলতানির্বোধ জানে না, ক্ষমাই ক্ষমতা।

Advertisement

****

মৃত্যুর দূত

একটা পাখি উড়ছে আকাশে;তাকে ধরার জন্য,আমিও দৌড়াচ্ছি দ্রুতগতিতেপাখিটার নাম মৃত্যুর দূত।তাকে ধরে ফেলবো যেদিন লোকে বলবে—আমাকে মেরেছে ভূত।

এসইউ/এএসএম