সাহিত্য

চারটি অণু কবিতা

ক্রীতদাস

Advertisement

শুধু তুমিই জানো—কেন আমি জেগে থাকি,ঘুমের মধ্যে তোমায় দেখি।

কেন, কেন—নষ্ট মগজে করি তোমার চাষ,কেন আমি শুধু, শুধুই তোমার ক্রীতদাস!

****

Advertisement

উপেক্ষা

তুমি চলে গেলেফিরে যায় সন্ধ্যাঘনিয়ে আসেনিকষ কালো রাত

রাতের পর ভোর আসেছোট নদীর বাঁকেমন নাও ছুটে চলেকথা বলার ফাঁকে

শুধু তুমিই ফিরলে নাউপেক্ষা করেচলে গেলেআমাকে ছুঁড়ে ফেলে।

Advertisement

****

নরক

নরকে ফোটা ফুল তুমিকিনেছি তোমায় পাপে,মরেছি তোমায় ভালোবেসেঅজানা এক উত্তাপে।

****

হৃদয়হানী

আমি জানিআমি জানিতুমি কতখানিকরেছো আমারহৃদয়হানী।

এসইউ/এমএস