সাহিত্য

স্বাধীনতার ৩টি কবিতা

কৃত্রিম আলোয় থেমে যায় স্বাধীনতা

Advertisement

আহা, বিস্তীর্ণ মাঠে ধূসর অন্ধকারলাল-সবুজের ঘরেগন্ধমাখা উতাল বাতাসমিটিমিটি আলো জ্বেলে দেয় জোনাকি।

নিঝুম রাতের তারা, বিপ্লবী কবিতারাসামনে এসে দাঁড়ায়—বলে, ‘আহা, স্বাধীনতা’।নানা প্রাণ, দম অফুরানডানা মেলার ডাক, মজে গেছে সব বাঁকচারিদিকে খেলা করেস্বাধীনতারা।

কৃত্রিম টর্চের আলো পেয়েথেমে যায় প্রাণের মেলা।

Advertisement

****

বিজয় থেকেই স্বাধীনতা

আগুন থেকেই আলো—সূর্যও তো আগুনকুঁড়ি থেকেই গোলাপ—গোলাপ নিয়েই তো বাগান।

বিজয় থেকেই একটি পতাকা—একটি পতাকা থেকেই কিন্তু স্বাধীনতা।

Advertisement

****

নীলকণ্ঠ হোক ইচ্ছেগুলো

ইচ্ছা একটি চিরন্তন তৃষ্ণাইচ্ছের সীমা নেইতৃষ্ণার শেষ নেই।

ইচ্ছাশক্তি সাফল্যের বৃহত্তম মুকুটহৃদয়ের সেরা স্পন্দন।

বিষ হজম করে নীলকণ্ঠ হোক ইচ্ছেগুলো।

এসইউ/জিকেএস