সাহিত্য

শায়লা জাবীনের তিনটি কবিতা

পথ

Advertisement

আমার ফেলে আসা পথেতুমি হাঁটতে যেও না মেয়েব্যথা আর হোঁচটে হৃদয় ক্ষত-বিক্ষত ঘেমে নেয়ে...বরং আমার সামনে আগাওকোনো দুয়ার খুলে দিই...তোমার লাগি হারিকেন মশাল জ্বালতে দ্বিধা নেই...

ডাকহরকরা আসে, রোমিও আসবে, আসবে শতদল...আবারো বলছি মানব বাছতে করোনা যেন ছল।

আমার জন্য আর অপেক্ষায় থেকো না তুমি ছেলে কষ্টের পাথর বুকে বেঁধে হাসো শুধু চেয়ে চেয়ে...লাগলে বলো সাত সমুদ্র তেরো নদীও পাড়ি দেবো তোমার লাগি অনন্তকাল পথেই দাঁড়িয়ে রবো...

Advertisement

এলোমেলো পবন, শাড়ির আঁচল, বুনোপাখির ঝাঁক...সব এড়িয়ে আমার জন্য ওই মায়াটুকু থাক।

আমার জন্য পৃথিবীর কোনো আয়োজনের নেই ফাঁকিভয়ডর শঙ্কা আশঙ্কা সব পেছনে ফেলে এসেছি...সবকিছু ছেড়ে এসে দেখি এখনো মেলা পথ বাকি...সে পথের লাগি নিজেকে গোছাতে তোমায় পেয়েছি।

নাটাই আমার হাতে, ঘুড়িও আমার সাথে...চাইলেই কে দিচ্ছে এবার, তোমায় হারাতে!!

****

Advertisement

মন্দবাসি

কেন যে বলাই হলো না এখনো ভালোবাসি না মন্দবাসি...তবুও মন পুড়ে গেল অযথাই বা কারণেই বেশি বেশি,কখনো ছুঁয়ে দেখিনি সে হাত নরম না লোহার শেকল...তবুও জানি সেখানেই ছিল আমার দখল অনেক বেশি।

কখনো চেয়ে থাকিনি চোখের তারায় স্তব্ধ প্রহর ধরেতবুও চোখাচোখি হতে হতেই আঁখি নিয়েছিলাম সরিয়েকখনো বলে যাওনি আমায় কেন এতো রেগে গিয়েছিলেতবুও বুঝে নিয়েছিলাম তোমায় যে মায়ায় জড়িয়ে গেলে...

কখনো এক পা এগিয়ে বলোনি ভালোবাসি ভালোবাসিতবুও মুহূর্ত ধরে মনে রেখেছো শূন্য হৃদয়ে মিছেমিছিকখনো বুঝতে দাওনি আমায় একা কত কী ভেবেছিলে তবুও জেনে গিয়েছিলাম ঠিকই যে অনেক ভালোবেসেছিলে

আমার ছিল না কোনো উপায় তোমায় আঁকড়ে ধরে রাখার যে শক্ত দু’হাতে কাছে টেনে নিয়ে বলবো তুমি আমার...ছেড়ে দিতে হয় সব গোপনে কাঁপা ঠোঁট চেপে ধরেনয়ন জল মিশে যায় বারিধারায় বিনা কারণেই...

****

ধ্রুবতারা

পথে পথে যে ফুল ছড়ানো তারাও বেঁচে যাক সবুজ ঘাসে মাটির মায়ায় জড়িয়ে বিছিয়ে থাক কারোর মনে, কারোর মননে...কারোর দুঃখের প্রদীপ নেভানোতে ঝরে পরা পাঁপড়িগুলোও পূর্ণতা পেয়ে পালাক স্বপ্ন দেখুক,স্বপ্ন দেখাক...স্বপ্নহীনদের মাঝে...জড় পদার্থে রূপান্তরিত মানবরা জেগে ওঠে যদি ভবেসেদিন আকাশে মেঘ ছিল নাধবল আসমানী নীলতবুও ভীষণ ঝড়ো তাণ্ডবেতুমি আমি ইন্ডিগো নীল।লন্ডভন্ড সেকাল একালএলোমেলো মানবজীবন...গা ঝাড়া দিয়ে উঠে দৌড়াওপিছু ফেলে সব বাঁধন!ঝরাপাতাগুলো পথেই লুটায় আউলানো কেশের মতোমচমচিয়ে পা মাড়িয়ে যায় শত শত বেদনাহত...গোধূলিবেলায় মন ভার করি গালে হাত দিয়ে বসিমিছেমিছি কীসের পেছনে ছুটলে ভেবে মরছি!

আচ্ছা, আসো তারা গুনি তবেফকফকা চাঁদও আছে,কেন যে শুধু আঁখি চলে যায়...ধ্রুবতারার কাছে।

কবি: অস্ট্রেলিয়ার মেলবোর্ন প্রবাসী।

এসইউ/এমএস