তথ্যপ্রযুক্তি

টুইটারের হোম পেজেও বদল আনছেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানায় এখন বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার। তবে ইলন মাস্কের হাতে টুইটার যাওয়ার পর থেকে একের পর এক দুঃসংবাদ আসছে। প্রথমে কর্মী ছাঁটাই এরপর সাবস্ক্রিপশনের খবর। এবার হোম পেজও বদলে ফেলার ঘোষণা দিলেন ইলন মাস্ক।

Advertisement

এতদিন ব্যবহারকারীরা টুইটার অ্যাকাউন্ট থেকে লগ আউট করলে টুইট, ট্রেন্ডিং বিষয়, খবর কোনো কিছুই দেখতে পেতেন না। হোম পেজে সাইন আপ করার অপশন দেখাত। তারপরই সেই বিষয়গুলো দেখা যেত। এবার পুরো ব্যাপারটিই বদলে যাচ্ছে। এখন লগ আউট করলেও টুইট, ট্রেন্ডিং বিষয়, খবর অর্থাৎ এক্সপ্লোর পেজ দেখা যাবে।

এটি ব্যবহারকারীদের টুইটার ব্যবহারের অভিজ্ঞতা ভালো করলেও আছে নানান দুঃসংবাদ। এখন বিনামূল্যে কোনো টুইটার ব্যবহারকারী তার অ্যাকাউন্টে ব্লু টিক পাবেন না। ভেরিফায়েড অ্যাকাউন্ট বা টুইটারে ব্লু টিক পেতে ব্যবহারকারীদের মাসে ১৯.৯৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ২৫ টাকা দিতে হতে পারে।

সূত্র: দ্য ভার্জ

Advertisement

কেএসকে/এমএস