তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে ব্লক করা ব্যক্তিকে আনব্লক করবেন যেভাবে

ইনস্টাগ্রাম সামাজিক যোগযোগের মাধ্যমগুলোর মধ্যে বেশ জনপ্রিয় বর্তমানে। তবে টিকটকের জনপ্রিয়তার কারণে গ্রাহক হারিয়েছে বেশ কয়েকবার। এজন্য একের পর এক ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটার মালিকানাধীন সাইটটি।

Advertisement

ইনস্টাগ্রামে আছে প্রাইভেট এবং পাবলিক দুই ধরনের অ্যাকাউন্ট অপশন। পাবলিক অ্যাকাউন্টগুলোকে যে কেউ ফলো করতে পারেন। আবার পছন্দ না হলে ব্লক করে রাখা যায়। তবে যখন ইচ্ছা সেই ব্লক করা অ্যাকাউন্ট আনব্লক করে নিতে পারবেন। চলুন আনব্লক করার সহজ পদ্ধতি জেনে নেওয়া যাক-

>> প্রথমে আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করুন।

>> হোমপেজের নিচে ডানদিকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন।

Advertisement

>> এরপর তিন ডটে ক্লিক করলেই বিভিন্ন ধরনের অপশন পাবেন। সেখান থেকে সেটিং অপশন বেছে নিন।

>> এরপর প্রাইভেসি অপশন সিলেক্ট করুন। স্ক্রল ডাউন করলে নিচে গেলেই পাবেন ব্লক লিস্টের অপশন।

>> এই অপশনে ক্লিক করলে ব্লক করা কন্টাক্ট লিস্ট ওপেন হবে। এখান থেকে যাকে দরকার আনব্লক করে নিন।

সূত্র: বিজনেস ইনসাইডার

Advertisement

কেএসকে/এমএস