সাহিত্য

এম এ রহমানের দুটি কবিতা

এম এ রহমানের দুটি কবিতা

চারুলতা

Advertisement

সময়ের চোরা গর্তে হারিয়ে যায় অনেক কিছুকিছু স্মৃতি মুছে যায় বেখেয়ালী ধুলো আস্তরণেভাবনার জানালায় কিছু স্মৃতি সমুদ্রের ঢেউবাধাহীন সমীরণে তুমুল ঢেউয়ে ভেড়ে তীরে।

চারুলতা, তুমি আজ হৃদসমুদ্রে তুমুল ঢেউনোনাজলে ঢেউ খেলা কথার সফেদ সৃষ্ট ফেনাথই থই অন্ধকারে ঝিরিঝিরি বাতাসের এলোচুলআমি গন্ধ শুকে যাই লেপ্টে থাকা ভেজা স্মৃতিফুলে।

এখনো সময়-না ফেরার রাস্তাটা পার হয়নিতাই বসে আছি আমি-হৃদয়ের শার্সি খুলে থিরসান্ত্বনা বাতাসে হেঁটে অপেক্ষার দৃষ্টি যায় দূরেচেয়ে থাকি ফেরা পথে, অভিমান কাঁটাতার খুলে।

Advertisement

কত শরতের ফুল, গ্রীষ্মের ফলের মিষ্টি গন্ধশ্রাবণের বৃষ্টিজল মুছে দিতে পারেনি তোমাকেঅনেক বসন্ত চলে গেল ফুলহীন-তুমিহীনাচারুলতা ফিরে এসো, ফিরে এসো চেনা ঘরে।

****

ক্লান্তি ছুঁয়েছে আমায়

আজ মন খারাপের পতাকা উড়ছে পতপতক্লান্তি ছুঁয়েছে আমায়; শ্রাবণ আকাশজুড়ে মেঘঘনকালো মেঘ ভাঁজে বিদগ্ধ সময় চমকায়আজ বৃষ্টি হবে; সারা আকাশজুড়ে তুমুল মেঘ।

Advertisement

গোধূলি কার্নিশ ঘেঁষে কাঁটাতারে আবদ্ধ আবেগসমুদ্রের অতলান্তে আড়মোড়া দিয়ে জেগে উঠেভাঙা হৃদয়ের টানে ফুলে উঠে তুমুল সুনামিজোয়ারের জলোচ্ছ্বাসে ডুবে যাবে বিশ্বাসের ভূমি।

এক জীবন সময়; বুকপকেটের ভাঁজে রাখাখুচরো সময় নোটে বিদগ্ধ বেদনা কিনি নিত্যকতবার মরে গেছি-তবু সময় শেষ হয়নিক্লান্তি ছুঁয়েছে আমায় বিষাদের নোনা দেহ ভিজে।

এসইউ/জিকেএস