জাগো জবস

হবিগঞ্জে চাকরিই খুঁজে নেবে আপনাকে

চাকরির জন্য আর দৌড়াতে হবে না। যোগ্যতা থাকলে চাকরিই আপনাকে খুঁজে নেবে। এবার চাকরিই খুঁজছে যোগ্য বেকারদের। যোগ্যদের খোঁজে হাজির হচ্ছে দরজায়।

Advertisement

সেই লক্ষ্যে হবিগঞ্জে এবার আয়োজন করা হয়েছে চাকরি মেলার। মেলায় মোট ১২টি পদে অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হবে।

এ চাকরি মেলার আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। বেকারত্ব ঘোচাতে চাকরি নিয়ে হাজির হয়েছে মানুষের দোরগোড়ায়।

এতে চাকরি পাবে জেলার অসংখ্য বেকার তরুণ-তরুণী। শুধু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মেলায় হাজির হলেই চলবে। তাৎক্ষণিক সাক্ষাৎকার দিয়েই মিলবে চাকরি।

Advertisement

আগামীকাল ১ জুন হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে সরকারি বৃন্দাবন কলেজে দিনব্যাপী চলবে এ মেলা। সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

এতে উপস্থিত থাকবেন প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক দিপক কুমার দেব, মহাব্যবস্থাপক (অ্যাডমিন) মেজর (অব.) মো. আব্দুল্লাহ আল মামুন, প্রাণ গ্রুপের হেড অব রিক্রুটমেন্ট হাবিবুল হাসান সাইমন।

প্রাণ গ্রুপের হেড অব রিক্রুটমেন্ট হাবিবুল হাসান সাইমন বলেন, ‘পদ ১২টি। কিন্তু কর্মী নেওয়া হবে অগণিত। সেটি নির্ধারিত নয়। সিলেট বিভাগের সবগুলো কারখানার জন্যই কর্মী নেওয়া হবে।’

তিনি বলেন, ‘যোগ্যতা থাকলে চাকরিই মানুষকে খুঁজে নেয় এটিই তার প্রমাণ। চাকরির পেছনে আর দৌড়াতে হবে না।’

Advertisement

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসইউ/এমএস