জাগো জবস

অবসরভোগীদের ইনক্রিমেন্ট নেই

অষ্টম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ বৃদ্ধি করে তাদের জন্য ১৮ ধরনের ভাতার ব্যবস্থা রেখে গেজেট প্রকাশ করা হয়েছে। এ জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে অবসরভোগী কর্মচারীদের জন্য সেই হারে আর্থিক সুবিধা রাখা হয়নি। ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের অবসরপ্রাপ্তদের ৫০ শতাংশ এবং ৬৫ বছরের নিচের বয়সের জন্য ৪০ শতাংশ পেনশন ভাতা বৃদ্ধির সুবিধা রাখা হয়েছে, যা সন্তোষজনক নয়। মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ হয়েছে, কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, কর্মচারীরা তাঁদের গ্রেড অনুযায়ী ৪২০ টাকা থেকে দুই হাজার ৪৮০ টাকা হারে ইনক্রিমেন্ট পেয়ে বছর বছর বাড়তি বেতনও পেয়েছেন। অথচ অবসরভোগীদের কোনো ইনক্রিমেন্ট নেই। তাঁদের ভাতা বছর বছর একই থাকছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী, যাঁরা অবসর ভোগ করছেন, তাঁদের ভাতা যাতে বাজারমূল্য ও চিকিৎসা ব্যয়ের সঙ্গে সংগতি রেখে কমপক্ষে তিন গুণ বৃদ্ধি করা হয়, সে জন্য জনদরদি ও গরিববান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ করছি।লেখক: নলুয়া বাজার, সখীপুর, টাঙ্গাইল।এসইউ/পিআর

Advertisement