জাতীয়

গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।গোলাম আকবর চৌধুরী (৮৬) সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।বিরোধীদলীয় নেতা শোক বার্তায় বলেন, প্রয়াত গোলাম আকবর চৌধুরী ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যে অবদান রেখেছেন জাতি তা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।বিরোধীদলীয় নেতা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এইচএস/একে/পিআর

Advertisement