তথ্যপ্রযুক্তি

উইন্ডোস ১০ এর কী-বোর্ডের গুরুত্বপূর্ণ ২০টি শর্টকাট

আমাদের প্রতিদিনের কাজ সহজতর করতে আবিষ্কৃত হয়েছে কম্পিউটার। এটি আবিষ্কারের পর থেকে আজ পর্যন্ত চলছে একে দিয়ে কাজ করারো সহজ নানা উপায়।

Advertisement

কম্পিউটার দিয়ে সহজে ও স্বল্প সময়ে কাজ করার পদ্ধিতিকে শর্টকার্ট বলা হয়। এবার জেনে নিন উইন্ডোস ভার্সন ১০ কী-বোর্ডের গুরুত্বপূর্ণ ২০টি শর্টকাট। এরও আগে ১০ শর্টকার্ট নিয়ে কথা হয়েছে

ফাইল Explorer:

নতুন ফোল্ডার খুলতে Ctrl+Shift+N চাপুন।Address Bar সিলেক্ট করতে Alt+D অথবা Ctrl+L ব্যবহার করুন।সার্চ বক্স সিলেক্ট করতে Ctrl+E অথবা Ctrl+F চাপুন।নতুন Window খুলতে Ctrl+N চাপুন।

Advertisement

এক্টিভ Window বন্ধ করতে Ctrl+W ব্যবহার করুন।Folder এর সাইজ ছোট বড় করার জন্য ব্যবহার করুন Ctrl+Mouse Scroll Wheel। বর্তমান Folder থেকে পূর্বের Folder এ ফিরে যেতে Backspace চাপুন।উইন্ডো Maximize ও Minimize করতে F11 চাপুন।

সিলেক্টেড ফোল্ডারের ভিতর সাব-ফোল্ডার দেখতে Ctrl+Shift+E চাপুন।Folder এর উপরের অংশ দেখতে Home বাটন চাপুন এবং নিচের অংশ দেখতে End বাটন চাপুন।

উইন্ডোজ লোগো শর্টকাটঃ

Windows+tab চাপুন টাস্ক ভিউ দেখতে।ব্রাউজার উইন্ডো Maximize করতে Windows+Up Arrow এবং Minimize করতে Windows+ Down Arrow ব্যবহার করুন।File Explorer ওপেন করতে Windows+E চাপুন। সেটিংস ওপেন করতে Windows + I চাপুন।

Advertisement

এক্টিভ করা সব উইন্ডো Minimize করতে Windows + M ব্যবহার করুন।Windows+S ক্লিক করে সার্চ ওপেন করুন।

Windows logo key + Period(.) অথবা Windows + semicolon(;) ব্যহহার করে Emoji Panel ওপেন করুন।

গেইম বার ওপেন করতে Windows+G চাপুন।ভারচুয়াল ডেস্কটপ ওপেন করতে WIndows+Ctrl+D চাপুন।ভারচুয়াল ডেস্কটপ বন্ধ করতে WIndows+Ctrl+F4 চাপুন।

রিজওয়ানা তালুকদার মুমু/এমএমএফ/এমএস