জোকস

আজকের কৌতুক : বেশি কথা বলা পরিবারের ঐতিহ্য

বেশি কথা বলা পরিবারের ঐতিহ্যশিক্ষক: জনি, তুমি বড্ড বেশি কথা বলো।জনি: কিচ্ছু করার নাই! এইটা আমাগো ফ্যামিলি ট্রাডিশন!শিক্ষক: মানে?জনি: মানে খুবই সোজা; আমার দাদা ছিলেন ফেরিওয়ালা, বাবা শিক্ষক আর বড় ভাই রাজনীতি করে।শিক্ষক: আর বোন?জনি: আরেহ! উনি তো একজন মহিলা!

Advertisement

****

হাতির সঙ্গে ইঁদুরের দুষ্টুমিএকটি হাতি সুইমিং পুলে গোসল করছে। একটি নেংটি ইঁদুর এসেই তাকে বলে-ইঁদুর: মামা, একটু উপরে ওঠ তো।হাতি: কেন?ইঁদুর: কাজ আছে, ওঠ।

ইঁদুরের অনুরোধে হাতি উঠল। ইঁদুর হাতিকে অনেক সময় ধরে ঘুরে-ফিরে দেখল। তারপর বলল-ইঁদুর: যাও, গোসল করগে।হাতি: তুই আমাকে সুইমিং পুল থেকে উঠালি আবার নামালি, কাহিনিটা কী?ইঁদুর: আমার একটা আন্ডারওয়্যার হারায়া গেছে। ভাবলাম তুমি পরে আছো কি-না?

Advertisement

****

রং ফর্সা করার ক্রিমএক শিশু এসে দোকানদারকে বলছে-শিশু: আচ্ছা, আপনার দোকানে কি রং ফর্সা করার ক্রিম আছে?দোকানদার: হ্যাঁ, আছে তো!শিশু: তাইলে ব্যবহার করোস না কেন, প্রতিদিন তোরে দেইখা ভয় পাই।

এসইউ/এমএস

Advertisement