স্বল্পতর দৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম হিসেবেই পরিচিত ছিল টিকটকের। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে তারাই প্রথম সর্বোচ্চ এক মিনিট দৈর্ঘ্যের ভিডিও শেয়ারের সুবিধা দিয়ে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ধীরে ধীরে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও টিকটককে অনুসরণ করতে শুরু করে। সেই টিকটকই এখন তিন মিনিট পর্যন্ত দীর্ঘ ভিডিও শেয়ারের সুযোগ দিচ্ছে। আপাতত পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে এ সুবিধা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
Advertisement
জানা গেছে, নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ কিংবা কম্পিউটার থেকে তিন মিনিট দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন।
বিষয়টি প্রথম নজরে আসে যুক্তরাজ্যের সোশ্যাল মিডিয়া কনস্যালট্যান্ট ম্যাট নাভারার।
Me filming a 3-minute TikTok dance and not knowing what to do after the first 60 seconds pic.twitter.com/7PumDo2u2C
Advertisement
বিভিন্ন দেশের একাধিক টুইটার ব্যবহারকারীর টুইট অনুসারে, কয়েক সপ্তাহ ধরেই সীমিত পরিসরে এ ফিচারটির পরীক্ষা চালায় টিকটক।
বিষয়টিকে এখন পর্যন্ত খুব একটা ভালোভাবে নেননি ব্যবহারকারীরা।
কারণ, ছোট ছোট ভিডিওর জন্যই টিকটকের এই বিশ্বজোড়া খ্যাতি। যার পরিপ্রেক্ষিতেই ইউটিউব, ইনস্টাগ্রামের মতো বড় প্ল্যাটফর্মগুলো বাধ্য হয়েছিল শর্ট ভিডিও ফিচার যোগ করতে। পুরোনো ব্যবহারকারীদের বিষয়টি ভালো না-ই লাগতে পারে।
তিন মিনিটের ভিডিও আপলোডের সুবিধা সবাই পাবেন কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি টিকটক কর্তৃপক্ষ।
Advertisement
এসএস/জেআইএম