সাহিত্য

শোকগাথা

নাজমুল হুদা

Advertisement

হৃদয়ের ক্ষত কতটা গভীর হলে তাকে শোক বলে?হারানোর হাহাকার, নিশ্বাস কতটা দীর্ঘ হলে শোকেও আগুন জ্বলেরক্তের ছোপ কতখানি ছড়ালে মোছে না চোখের জলে।

স্মৃতি আকড়ে বসে আছে এখনো সেই রক্তাক্ত ইতিহাসআগস্টের ভয়ার্ত ভোরে, ঘৃৃণার অনলে নিমেষে নিঃশেষ নীরব সব; শুধু দীর্ঘশ্বাসবয়ে যায় লাল আর্দ্র ভারি বিষাক্ত বাতাসগুমোট মেঘে ছেঁয়ে যায় প্রভাতী আকাশ, মুহূর্তে থমকে যায় পৃথিবী,ততক্ষণে জাতির ললাটে লেপ্টে গেছে কলঙ্ক দাগপিতার রক্তে ভিজে গেছে জমিন; মাতৃভূমির স্নেহের উঠোন।আত্মার আর্তচিৎকারে কেঁপে ওঠে আসমানী পর্দা মহাকালের খাতায় লেখা আছে সে কথা, অমর শোকগাথা।

এসইউ/এএ/এমকেএইচ

Advertisement