জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক বই ‘বঙ্গবন্ধুর সারাজীবন’ বইমেলায় পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বইটি লিখেছেন। বইটি প্রকাশ করেছে লাবনী প্রকাশনী।
Advertisement
বইটির প্রচ্ছদ করেছেন ইকবাল হোসেন। বইটির মূল্য ৪৫০ টাকা। বইমেলার ৭৪০-৭৪১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটিতে বঙ্গবন্ধুর ৫৫ বছরের জীবনের শৈশব থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত ঐতিহাসিক অধ্যায়গুলো তুলে ধরা হয়েছে।
বইটিতে ‘জয় বাংলা’ স্লোগানের ইতিহাস, শেখ মুজিবসহ সব রাজবন্দীর মুক্তি, ইয়াহিয়ার ক্ষমতায় আগমন, ৭০ এর নির্বাচন, ২৫ মার্চ পাক বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিব গ্রেফতার, ধারাবাহিক সংগ্রাম, যুক্তফ্রন্ট, গণ পরিষদ নির্বাচন, ৬ দফা আন্দোলন, আইয়ুব বিরোধী রাজপথের সংগ্রাম, শেখ মুজিবের জবানবন্দীসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
লেখক ও সাংবাদিক শাবান মাহমুদ বইটি সম্পর্কে জাগো নিউজকে বলেন, ‘এটি আমার প্রথম রাজনৈতিক বই। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ব্যাপক গবেষণা আর দীর্ঘ সাধনার ফল মূল্যবান বইটি। আশা করি সচেতন পাঠকদের বঙ্গবন্ধু সম্পর্কে জানার আগ্রহ মেটাবে বইটি।’
Advertisement
এসইউ/পিআর