বিমানের পাইলট যখন ভুলোমনাবিমানে যাত্রার সময় বিমানবালা বলছেন, ‘সম্মানিত যাত্রীসাধারণ, আমাদের এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের এয়ারলাইন্স দেশের সেরা এয়ারলাইন্স। আমাদের বিমান খুবই অত্যাধুনিক। যাত্রীদের সেবায় আমরা সদা তৎপর। শুধু একটাই সমস্যা, আমাদের পাইলট একটু ভুলোমনা। সে প্রায়ই সবকিছু ভুলে যায়। যা হোক, আপনাদের মধ্যে কি কেউ প্লেন চালাতে জানেন? জানলে দয়াকরে হাত তুলুন!’
Advertisement
****
সব ভুলে গেল মামলার সাক্ষীউকিল: আপনি বলতে চাইছেন, আপনার কিছুই মনে নেই? সাক্ষী: জ্বি না, কিছুই মনে নেই। উকিল: কী কী ভুলে গেছেন, সেটা কি মনে আছে?
****
Advertisement
বিদ্যুৎ কোথা থেকে আসে?ক্লাসে ঢুকেই শিক্ষক বললেন, ‘আচ্ছা, বলো তো বিদ্যুৎ কোথা থেকে আসে?’ প্রশ্ন শুনে সবাই চুপ। কিছুক্ষণ ভেবে এক ছেলের জবাব, ‘স্যার, বিদ্যুৎ আসে আমার মামার বাসা থেকে।’ শিক্ষক অবাক হয়ে বললেন, ‘তোমার মামার বাসা থেকে! তা কীভাবে আসে বলো তো শুনি?’ ছেলেটির জবাব, ‘স্যার, যখন বিদ্যুৎ চলে যায়, তখন বাবা রাগ হয়ে বলেন, ধুর শালা, আবারও বিদ্যুৎ বন্ধ করে দিলো! আমার বাবার শালা তো আমার মামাই হয়।’
এসইউ/পিআর