ধর্ম

কুরআন অবমাননা করলেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড!

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া। ৫০ শতাংশ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশটির উত্তরাঞ্চলীয় জামফারা প্রদেশ সম্প্রতি কুরআন অবমাননার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেছে ।

Advertisement

দেশটির উত্তরাঞ্চলীয় জামফারা রাজ্যের কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, যারা পবিত্র কুরআনুল কারিম অবমাননা করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হবে।

জামফারা রাজ্যের গভর্নর বালু মুহাম্মদ মেটাওয়াল বলেন, ‘কুরআনুল কামির মুসলিম উম্মাহর পবিত্র ধর্মগ্রন্থ। কুরআনের মর্যাদা রক্ষায় শীঘ্রই কুরআন অবমাননার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিল কার্যকর করা হবে।

রাজ্যের ২৪ জন সদস্যের এক কমিটি পরামর্শের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিছু দিন আগে জামফারা রাজ্যে গভর্নর মুহাম্মদ মেটাওয়াল বলেছিলেন যে, কুরআন অবমাননার অপরাধের দোষীদের শাস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা।

Advertisement

উল্লেখ্য যে, নাইজেরিয়ার মোট জনসংখ্যা প্রায় ১৯ কোটি। নাইজেরিয়ার প্রায় অর্ধেক জনগণই মুসলমান। আর এসব মুসলমান দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বসবাস করে। দেশটিতে ৪০ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। অন্যান্য ধর্মের অনুসারী রয়েছে ১০ শতাংশ।

এমএমএস/এমকেএইচ