দেশজুড়ে

কেবিন না পেয়ে ঢাকাগামী লঞ্চে হামলা

পটুয়াখালী লঞ্চঘাটের ইজারাদার গাজী হাফিজুর রহমানের নেতৃত্বে ঢাকাগামী ডাবল ডেকার এম ভি কুয়াকাটা লঞ্চের সুপারভাইজারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পটুয়াখালী পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম ফারুকসহ অন্তত ১০ জন আহত হন। আজ শনিবার বিকেল ৪টার দিকে পটুয়াখালী লঞ্চঘাটে এ হামলার ঘটনা ঘটে।

Advertisement

এম ভি কুয়াকাটা লঞ্চের কেবিন সুপারভাইজার ও পৌর কাউন্সিলর এস এম ফারুক বলেন, গাজী হাফিজুর রহমান শবির প্রতি লঞ্চ থেকে পাঁচটি ডাবল এবং পাঁচটি সিঙ্গেল কেবিন অবৈধভাবে দাবি করেন। আমরা কেবিন দিতে অস্বীকৃতি জানালে শবির গাজীসহ তার লোকজন হামলা চালায়। এতে আমিসহ লঞ্চে নিয়োজিত ১০ জন সদস্য আহত হয়েছেন।

এদিকে এ হামলার পর থেকে লঞ্চঘাট এলাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

Advertisement

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমএস