জাতীয়

চট্টগ্রামে ইউএনও’র বিরুদ্ধে নারী কর্মকর্তাকে শ্লীলতাহানির অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিকের বিরুদ্ধে এক নারী কর্মকর্তাকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের কাছে লিখিত অভিযোগ করেন ওই নারী কর্মকর্তা। একই সঙ্গে তিনি এ পরিস্থিতিতে কাজে যোগ দিতে অনিরাপদ বোধ করছেন বলেও জানান।

অভিযুক্ত একরামুল সিদ্দিক বোয়ালখালী উপজেলা ভূমি অফিসার হিসেবে কর্মরত থাকলেও বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘আমি মাঠ পর্যায়ে কমিটি গঠনের কাজে গতকাল বুধবার ইউএনও স্যারের অফিসে যাই। এ সময় তিনি আমার শ্লীলতাহানির চেষ্টা করেন। আমি অবিবাহিত ও সংখ্যালঘু, তাই কিছু প্রকাশ হলে আমার সম্মানহানি ঘটতে পারে বলে ভয়ভীতি দেখান।’

Advertisement

অভিযোগপত্রে তিনি লিখেছেন, গতকাল বুধবার (৭ আগস্ট) বোয়ালখালী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিক দুপুর আড়াইটার দিকে তাকে নিজের কক্ষে ডেকে পাঠান। এ সময় আরও তিন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। এ সময় নির্বাহী কর্মকর্তা তাকে নিগৃহীত করেন। পরে ওই তিন ব্যক্তি চলে গেলে প্রথমে তার হাত ধরেন ও পড়ে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। এ অবস্থায় তিনি কর্মক্ষেত্রে যেতে অনিরাপদ বোধ করছেন।’ এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউএনও একরামুল সিদ্দিক জাগো নিউজকে বলেন, ‘আসলে কিছু হয়নি। ওই মেয়ে তার এক প্রেমিককে নিজের প্রকল্পে যুক্ত করতে চাচ্ছিলেন। তাই আমি তাকে গতকাল ডেকে সতর্ক করেছি। এ কারণে ওই মেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।’

এসআর /এমকেএইচ