খেলাধুলা

ক্রিকেট কোনো খেলা নয় : বলছে রাশিয়া

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি? নিঃসন্দেহে ফুটবল। কিন্তু ফুটবলের পরের জায়গাটি যদি কোনো খেলার থাকে, তবে সেটা ক্রিকেট। বিশ্বের মধ্যে দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেট।

Advertisement

ভারতীয় উপমহাদেশে তো এই ক্রিকেটটা রীতিমতো উপাসনার মতো, ভীষণ জনপ্রিয়। এ খেলায় হারজিতের খবরে অনেকের হার্ট অ্যাটাক কিংবা আত্মহত্যায় মৃত্যুর ঘটনাও ঘটে।

তবে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় এই খেলাকে খেলা মানতেই নারাজ রাশিয়া। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় এই দেশটি ক্রিকেটকে খেলা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়ান ক্রীড়া মন্ত্রণালয় এক স্মারকলিপিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

মজার ব্যাপার হলো, রাশিয়া নিবন্ধিত খেলার তালিকায় আছে আইস স্টক, কার্লিং, কর্ফবলের মতো অপরিচিত নামগুলো। কিন্তু নেই ক্রিকেট।

Advertisement

গত ১৫ জুলাই সোমবার রাশিয়ায় ক্রীড়ামন্ত্রী পাভেল কলোকভ স্বাক্ষরিত এক স্মারকলিপিতে উল্লেখ আছে, 'ক্রিকেটকে একটি খেলা হিসেবে স্বীকৃতি না দেয়া'র বিষয়টি।

রাশিয়ান ক্রীড়া মন্ত্রণালয় ক্রিকেটের সঙ্গে স্বীকৃত খেলার তালিকা থেকে বাদ দিয়েছে থাই বক্সিংকেও। যেটি 'মুয়াই থাই' নামে জনপ্রিয়।

এমএমআর/এমকেএইচ

Advertisement