জাতীয়

ডিসিদের কবিতার ভাষায় যা বললেন মন্ত্রী

‘বাঙালির চাওয়া আকাশ ছোঁয়া, কথাটা চমৎকারবঙ্গবন্ধু স্যাটেলাইট- ১, প্রমাণ পরিষ্কার।’

Advertisement

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের তৃতীয় অধিবেশনে জেলা প্রশাসকদের উপরের দুই কবিতার লাইন শোনান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসকদের কবিতা পড়ে শোনানোর কথা জানান।

আরও পড়ুন >> ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশনের জন্য প্রস্তুত হোন

Advertisement

ইয়াফেস ওসমান বলেন, কবিতা দিয়ে তাদের (জেলা প্রশাসক) বলেছিলাম, বাঙালির চাওয়া আকাশ ছোঁয়া, কথাটা চমৎকার। বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১, প্রমাণ পরিস্কার।’

তিনি বলেন, আমি যেটা তাদের বলেছি, তৃণমূলে তারাই কিন্তু নেতা। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তারাই কিন্তু মানুষকে টেনে আনবেন।

‘সেখানে তারা (জেলা প্রশাসক) আমাকে প্রশ্ন করেছিল, বাচ্চারা মোবাইলের কারণে নানা রকম…। এটা কিন্তু পার্ট। এটা আমাদের কাটিয়ে উঠতে হবে। আমরা এর থেকে দূরে সরে গেলে, বন্ধ করে দিলে, কিছুই হবে না। সেই কথাগুলো বললাম, আমাদের একচুয়ালি এগুলো ফাইন্ড করে এগোতে হবে। আমাদের মানসিকতা ওইভাবে তৈরি করতে হবে যে, আমি এই রকম পর্যায়ে যেতে চাই।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কোথায় উঠবে, এটা বাঙালিও হয়তো অনেক সময় জানে না। কিন্তু আমাদের চাওয়াটা আকাশচুম্বী।’

Advertisement

এইউএ/এমএআর/এমএস