জাতীয়

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কমছে কি!

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কমছে কি! গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ছিল সর্বনিম্ন ১০৩ থেকে সর্বোচ্চ ১৮১ জন।

Advertisement

কিন্তু আজ (শুক্রবার) আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৩ জনে। এ হিসাবে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা কমলেও ডেঙ্গুর আতঙ্ক নগরবাসীর এখনও কাটেনি।

আরও পড়ুন>> স্ত্রীর ডেঙ্গু, মেয়রের কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চান স্বামী

শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রাজধানীতে মুষলধারে বৃষ্টি হওয়ায় জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার প্রজনন বাড়তে পারে বলে আশঙ্কা ঢাকাবাসীর।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার জানান, গত ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা যথাক্রমে ১০৩, ১৭৮, ১৩২, ১৭০, ১৫৫, ১৮১ এবং ১৩৯ জন।

আরও পড়ুন>> ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

এ ছাড়া চলতি মাসের মাত্র ১২ দিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১,৬৪৩ জন। গত জুন মাসে চলতি বছরের সর্বোচ্চ ১,৭৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়। এ হিসাবে আর মাত্র ১১০ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হলে গত মাসের রেকর্ড ভঙ্গ হবে।

এমইউ/জেডএ/পিআর

Advertisement