ক্যাম্পাস

ঢাবিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট’ গঠনের প্রস্তাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ গঠনের প্রস্তাব করেছেন একুশে টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল।

Advertisement

বুধবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে সিনেটের বার্ষিক অধিবেশনে এ প্রস্তাব করেন তিনি।

তিনি বলেন, “আমি প্রস্তাব করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ গঠন করা হোক। এ প্রতিষ্ঠানটি প্রথামাফিক কোনো ডিগ্রি দেবে না, তবে গবেষণার স্বীকৃতি দেবে। এর কাজ হবে বঙ্গবন্ধুর জীবন দর্শনের আলোকে মানব মুক্তি, মুক্তির সংগ্রাম, বৈষম্যহীন বিশ্ব গড়ে তোলাসহ সমসাময়িক বিশ্বজনীন বিষয় নিয়ে দেশি-বিদেশি গবেষকদের কাজ করার সুযোগ দেয়া। এতে আগামী শতবর্ষ ধরে বঙ্গন্ধুর প্রাসঙ্গিকতা উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত হবে।”

‘প্রাথমিকভাবে এ ইনস্টিটিউট শ্রীমতী ইন্দিরা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, ফিদেল কাস্ত্রো, ইয়াসির আরাফাতের নামে ফেলোশিপ দেবে। প্রতিষ্ঠানটি পরিচালিত হবে বিশ্বমানের ব্যবস্থাপনায়। এ প্রতিষ্ঠানটি গবেষণা করার সুযোগ দেবে, সেই গবেষণা নিয়ে আলোচনা করবে। এতে নবীন-প্রবীণ গবেষকরা গবেষণার সুযোগ পাবেন, প্রতি বছর বঙ্গবন্ধুর জন্মদিনে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা কাজগুলোর স্বীকৃতি দেয়া হবে।’

Advertisement

এছাড়াও মনজুরুল আহসান বুলবুল বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সগুলো নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলোর প্রয়োজন আছে কিনা আমি জানি না। এটা নিয়ে ভাবা উচিত।

এমএইচ/এএইচ/এমএস

Advertisement