খেলাধুলা

বিস্ময়কর ওভারে শুধু ‘৩’ই রইল বাকি

শ্রীলঙ্কার বিপক্ষে বিস্ময়কর এক ওভার করলেন অস্ট্রেলিয়া পেসার জেসন বেহরেনডর্ফ। বিশ্বকাপে প্রথমবারের মতো দলে সুযোগ পেয়ে এক ওভারে চমকই উপহার দিলেন এই পেসার। সেই ওভারে শুধুমাত্র ৩ বাদ দিয়ে ০ থেকে ৬ পর্যন্ত সব রানই দিয়েছেন তিনি।

Advertisement

ইনিংসের নবম ওভারে বল করতে এসে কুশল পেরেরার কাছে ছক্কা হজম করেন বেহরেনডর্ফ। তার পরের বলে গ্যাপে ফেলে দুই রান নেন এই ব্যাটসম্যান। তৃতীয় বলে পেরেরা সিঙ্গেল নিলেও ওভার থ্রোর কারণে বাউন্ডারি পায় শ্রীলঙ্কা। ফলে পাঁচ রান যোগ হয় বেহরেনডর্ফের ডেলিভারিতে। চতুর্থ বলে সিঙ্গেল নেন দিমুথ করুনারত্নে।

পঞ্চম বলে কোন রানই নিতে পারেননি কুশল পেরেরা। ওভারের শেষ বলে ফাইন লেগ দিয়ে চার মারেন এই ব্যাটসম্যান। বল প্রতি রানের বিশ্লেষণ করলে দেখা যায়ঃ ৬,২,৫,১,০,৪।

ক্রিকেটে এর আগে এক ওভারে অনেক কিছু দেখেছে। ছয় বলে ছয় ছক্কা, ছয় বলে ছয় চারের ঘটনা তো দেখা গেছে কতই। কিন্তু বেহরেনডর্ফের এই ওভারে যা হলো, সেটা দেখা যায় কালে ভদ্রে।

Advertisement

সবমিলিয়ে অস্ট্রেলিয়ান পেসার এক ওভারেই হজম করলেন ১৮ রান।

এএইচএস/এমএমআর/এমকেএইচ