দেশজুড়ে

পাচারের সময় ৫০ বস্তা সরকারি চাল উদ্ধার

গোপালগঞ্জে দুস্থদের জন্য বরাদ্দ ভিজিডি-ভিজিএফ এর ৫০ বস্তা সরকারি চাল পাচারের সময় জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চাল ব্যবসায়ী আজিজুল সিকদারকে (৫২) আটক করা হয়েছে।

Advertisement

রোববার রাতে গোপালগঞ্জের সহকারী কমিশনার, ভূমি (এসি ল্যান্ড) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুল আলম সদর উপজেলার মাঝিগাতী বাজারে এসব চাল জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুল আলম জানান, আজিজুল সিকদার তার মাঝিগাতী বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে ভিজিডি ও ভিজিএফ এর ৫০ কেজি ওজনের ৫০ বস্তা চাল অন্য বস্তায় বদল করেন। পরে পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ ও ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এ ঘটনায় চাল ব্যবসায়ী আজিজুল সিকদারকে আটক করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আজিজুল সিকদার স্বীকার করেছেন যে, তিনি মাঝিগাতী ইউনিয়নের মেম্বার দেলোয়ার হোসেন দিলু, আব্দুল হান্নান, শরিফুল ইসলাম খোকন ও কাজী জাবিরের কাছ থেকে ভিজিডি ও ভিজিএফ এর এসব চাল ক্রয় করেছেন। এ ব্যপারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Advertisement

এস এম হুমায়ূন কবীর/এমবিআর/পিআর