জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান ঝুঁকিমুক্ত রাখার সুপারিশ

দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদ ধসের খবরে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এজন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ঝুঁকিমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি।

Advertisement

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সিনিয়র সদস্য ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, এ, কে, এম শাহাজাহান কামাল, এম এ মতিন এবং গোলাম কিবরিয়া টিপু বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুস জানান, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদ ধসে পড়ার খবরে সংসদীয় কমিটি উদ্বেগ প্রকাশ করেছে। এ ছাড়া খবর পাওয়া গেছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজ হচ্ছে নিম্নমানের। এসব তদারকি করার জন্য মন্ত্রণালয়কে বলেছে কমিটি।

জানা যায়, কমিটি সড়ক দুর্ঘটনা রোধে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কাউটিং কার্যক্রম জোরদারের সুপারিশ করে। শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সৎ, যোগ্যদের মনোনীত করতে কমিটি সুপারিশ করে।

Advertisement

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরাসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/এমআরএম/এমএস