জাতীয়

মেডিকেলে ভুটানের শিক্ষার্থী কোটা বাড়ানোর অনুরোধ রাষ্ট্রদূতের

বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভুটান শিক্ষার্থীদের জন্য কোটা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সুনাম টোবডেন রাবগি।

Advertisement

আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সাক্ষাৎ করতে এসে রাষ্ট্রদূত এ অনুরোধ জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের চিকিৎসা শিক্ষাব্যবস্থার গুণগত মানের ওপর ভুটানসহ এশিয়ার অনেক দেশের আস্থা রয়েছে এবং এদেশ থেকে পাস করে যাওয়া শিক্ষার্থীরা নিজ নিজ দেশের পেশায় উৎকর্ষতা দেখাচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার দেশে চিকিৎসাশিক্ষার মান সমুন্নত রাখতে বদ্ধপরিকর। মেডিকেল শিক্ষার মান যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয় সেজন্য কঠোর পদক্ষেপও নিয়েছে সরকার।’

Advertisement

আগামী এপ্রিলে ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে সময় বাংলাদেশ থেকে চিকিৎসক নেয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক নবায়ন করা হবে বলে জানান রাষ্ট্রদূত।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় জানান, বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা বিভিন্ন দেশে প্রশংসিত হচ্ছে। পাশাপাশি এখানকার ওষুধশিল্পও আজ যুক্তরাষ্ট্রসহ ১৬০টিরও বেশি দেশে সমাদৃত হচ্ছে। বাংলাদেশ থেকে ভুটানে ওষুধ রফতানির উদ্যোগ নিতে সহায়তা করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।

ভুটানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেয়া থেকে শুরু করে আজ পর্যন্ত সবসময় ভুটান বাংলাদেশের উন্নয়নের বন্ধু হিসেবে ভূমিকা রেখে চলেছে।’

বৈঠকে উভয়ে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement

এমইউ/এসআর/পিআর