ক্যাম্পাস

জমজমাট প্রচারণায় ছাত্রলীগ-দল-বাম-কোটা আন্দোলনের নেতারা

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। প্রার্থীদের ব্যানারে চেয়ে গেছে ১৮টি হলসহ পুরো ক্যাম্পাস। সবাই নিজের পক্ষে ভোট টানতে বিভিন্নভাবে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।

Advertisement

বুধবার ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জোর প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা। শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন লিফলেট। চাইছেন ভোট। আর প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার্থীদের অধিকার আদায়ের সব আন্দোলনে পাশে থাকার। লিফলেটেও প্রার্থীরা সেসব প্রতিশ্রুতি তুলে ধরছেন।

প্রচারণায় ব্যস্ত কোটা সংস্কার আন্দোলনের নেতা ভিপি প্রার্থী নুরুল হক নুর ও জিএস প্রার্থী রাশেদ খানের নেতৃত্বাধীন প্যানেলও। তারা কলা ভবন, ডাকসু ও এর আশপাশের এলাকায় প্রচারণা চালাচ্ছেন। কোটা সংস্কারের সফল আন্দোলনের কারণে তারা বেশ সাড়াও পাচ্ছেন বলে জানালেন।

দেখা গেল, ছাত্রলীগের নেতাকর্মীরা কলা ভবন, টিএসসি, এফবিএস, কার্জন, মোতাহার হোসেন ভবন এলাকায় ভোট চাইছেন। ছাত্রদল নেতাকর্মীরাও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভোট চাইছেন।

Advertisement

প্রচারণায় ব্যস্ত বামজোটের প্রার্থীরাও। তারা কার্জন হল এলাকাসহ বিভিন্ন এরিয়াতে ভোট চাইছেন।

প্রচারণার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজীর বলেন, আজ সকাল থেকে প্রচারণা শুরু করেছি। ভালো সাড়া পাচ্ছি।

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেলে ভিপি প্রার্থী নুরুল হক নুর বলেন, আমরা গত কয়েকদিন ধরেই প্রচারণা চালাচ্ছি। ভালোই সাড়া পাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনে সফলতার কারণে শিক্ষার্থীরাও আমাদের চাইছেন। তারা অপেক্ষায় আছেন আগামী ১১ তারিখ ব্যালটে রায় দেয়ার।

এমএইচ/জেডএ/এমকেএইচ

Advertisement